ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানকে বদলি করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং ডিএমপির ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণের ডিসি মো. মাসুদ আলমকে রমনা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএম/এজে)

মন্তব্য করুন