সাবেক সেতুমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৪ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিষয়টি এই আইনজীবী নিজেই জানান। তার এই আবেদনে ওবায়দুল কাদেরের দুই ভাই আব্দুল কাদের মির্জা ও মাহাদাত কাদের মির্জার দুর্নীতির অনুসন্ধান করার বিষয়েও আর্জি জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শেখ হাসিনা সরকারের শাসনামলে সড়ক-মহাসড়কের ব্যাপক উন্নয়ন দাবি করা হলেও সড়ক খাতে ২৯ হাজার ২৩০ থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ১২ বছরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের।

সাবেক এই মন্ত্রী দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বচন দিলেও তার সময়ে ঠিকাদারি কাজ ও বিল পেতে ঘুস, কমিশন বাণিজ্য হয়েছে। নেতা, ঠিকাদার ও কর্মকর্তাদের আঁতাতে প্রকল্প ব্যয়ের ১০ থেকে ২০ শতাংশ গেছে। লাইসেন্স ভাড়া, কার্যাদেশ কেনাবেচা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিতে আরও ২ থেকে ৬ শতাংশ টাকার অনিয়ম হয়েছে। প্রকল্প ব্যয়ের ২৩ থেকে ৪০ শতাংশ দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়ন প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করা হয়েছে। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছরে সম্পন্ন ২৫টি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গত ১৫ অর্থবছরে সওজে বরাদ্দ ছিল ১ লাখ ৬৯ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে নির্মাণকাজে। ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান মোট ব্যয়ের ৭২ শতাংশ কাজ পেয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার সরকারের একঝাঁক মন্ত্রী-এমপি এবং দলের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। কেউ কেউ বিদেশে পালান। সেই তালিকায় আছেন ওবায়দুল কাদেরও।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিরো পয়েন্ট ঘিরে উত্তেজনা: রাত ছিল বৈষম্যবিরোধীদের দখলে

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

আ.লীগের কর্মসূচি: পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে নামলেই দাঁত ভাঙা জবাব

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি

আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগকারী সিলেটের সাবেক মেয়র!

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল হয়নি, ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র

আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

স্বাধীন পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার: সাখাওয়াত হোসেন 

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করল টিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :