নোয়াখালী-মুন্সীগঞ্জে শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে জাবিতে মানববন্ধন 

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ২১:০৮
অ- অ+

নোয়াখালী, মুন্সীগঞ্জসহ সারাদেশে গণঅভ্যুত্থানকারীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রতিক সময়ে নোয়াখালী, মুন্সীগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে পুলিশের মামলায় শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানান। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নবীনুর রহমান নবীন বলেন, অবৈধ সরকার শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া অবৈধ প্রশাসন গণ-অভ্যুত্থানকারীদের গ্রেপ্তার করছে তার নিন্দা জানাই। সারাদেশের গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দিতে হবে। আর কোন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা চলবে না।

ওয়াসিম আহমেদ অনিক বলেন, ফ্যাসিবাদী প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার প্রশাসনের গণঅভ্যুত্থানের ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা জানাই। মুন্সীগঞ্জ ও নোয়াখালীতে যে মামলা হয়েছে তা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ছাত্র-জনতা বাংলাদেশের গণঅভ্যুত্থানের দিকে সজাগ দৃষ্টি রাখবে। এটা একটা অশনি সংকেত। ছাত্র-জনতাসহ দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এ অপতৎপরতা রুখে দিব।

এসময় আরও উপস্থিত ছিলেন রাশিদুল রোমান (রসায়ন ৪০), ইব্রাহিম জর্জিস (ইতিহাস ৪১), ইমন (গণিত ৪১), জোবায়ের হোসাইন (গণিত ৪৫), হাসান শাহরিয়ার রমিম (বাংলা ৪৫), রাজুয়ার হোসাইন (ইতিহাস ৪৫), আব্দুল্লাহ বাকী অন্তর (আন্তর্জাতিক সম্পর্ক ৪৬), আবু বকর সিদ্দিক রাশেদ (প্রাণীবিদ্যা ৪৬) প্রমুখ।

(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের মধ্যে মতানৈক্য দেশটাকে খেয়ে ফেলবে: মির্জা আব্বাস 
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা