সাভারে সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:১০
অ- অ+

সাভারের হেমায়েতপুরে একটি সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাংবাদিক শরীফুল ইসলাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে আমার পরিবারের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও গার্মেন্টস নিয়ন্ত্রণ করার সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। তিনটি পত্রিকায়ই একই রিপোর্ট হুবহু প্রকাশিত হয়েছে। এর থেকে বুঝা যায় প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, কাল্পনিক, মনগড়া ও ষড়যন্ত্রমূলক। আওয়ামী লীগের লোকজন নব্য বিএনপি নেতা সেজে এলাকায় ফুটপাতসহ জমিজামা দখলে ব্যস্ত। আমি বা আমার কোনো ভাই হেমায়েতপুরের কোনো ফুটপাথ, ভ্রাম্যমাণ মার্কেট, কুলিবিট, বাজার-ঘাট, মসজিদ কমিটি, হাউজিং ব্যবসা দখলে ব্যস্ত নই। এই সংবাদে অভিযোগ করা হয়েছে আমি নাকি টিমট্রেস্ক্র গার্মেন্টস দখণ নিয়েছি। যা হাস‍্যকর। কারণ এই গার্মেন্টস এর এমডি মনিরুল ইসলাম এই অভিযোগ শুনে নিজেই হতভম্ব। তিনি নিজেই বলেছেন এবং তাকে যেই জিজ্ঞাসা করবে প্রকাশ‍্যে বা গোপনে তিনি বলেছেন শরিফ কোনোভাবেই এর সাথে জড়িত নয়। এর থেকে বুঝা যায় এই নিউজগুলো উদ্দেশ্য প্রণোদিত। একই নিউজে একটি অংশে যুবলীগ নেতা মনির হোসেন তাকে মারধোরের অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। আওয়ামী লীগের প্রতাত্মারা এখনো স্বক্রিয় এজন‍্য এরূপ মিথ‍্যা ও বানোয়াট অভিযোগ করেছে আমার বিরুদ্ধে। বরং আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোটা পরিবার আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। আমাদের পুরো পরিবারের নামে ৩৬টি রাজনৈতিক মিথ্যা হয়রানি মূলক মাললা দিয়েছিলো স্বৈরাচারী হাসিনা সরকার।

তিনি বলেন, আমার মরহুম পিতা মো. শাহজাহান ব্যাপারীসহ আমরা চার ভাই বিএনপি সমর্থন করার অভিযোগে মিথ্যা মামলায় এক সঙ্গে জেল খেটেছি। এবং আমার ছোট ভাই রাকিব এবং রাসেল ছাত্র আন্দোলনের সময় রাজপথে সামনের কাতারে থেকে আন্দোলন করেছে এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন‍্য। আমার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে এলাকার কিছু লোক এসব নিউজ করাচ্ছে। হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি করা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকৃত সত্য হলো স্কুলের শিক্ষক ও অভিবাবকরা মিলে আমাকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি করেছে। এখানে উল্লেখ্য যে স্কুলটি সম্পূর্ণ বেসরকারি। তিনি প্রশাসনের উদ্দেশ্যে ফুটপাত উচ্ছেদের আহবান জানান।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা