গাইবান্ধায় পাটের গুদামে আগুন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৯
অ- অ+

গাইবান্ধায় পাটের গুদামে আগুন লেগে ৬'শ মণ পাট পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ জহুরুল হকের পাটের গুদামে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আলহাজ জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

আগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদামের মালিক জহুরুল আলীর ছেলে মিঠু হাজী বলেন, ‘আমাদের গুদামে এক হাজার এক'শ মন পাট ছিল। আগুনে বেশিরভাগ পাট পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, ‘সকালে স্থানীয়দের খবরে কামারজানিতে পাটের গুদামে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আড়াই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে পাটের গুদামে আগুনের সূত্রপাত হতে পারে।’

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান দুর্ঘটনা: নিহত ৬, আহত ৬০ জন
বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৫ জনকে নেয়া হয়েছে সিএমএইচে
বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা