মির্জাপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ২০:২৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, ইমন সিদ্দিকী ও জাকির সিকদার আহত হয়। এই ঘটনায় প্রধান সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা করেন। ওই মামলার তালিকাভূক্ত আসামি সাবেক কাউন্সিলর সুমন হককে পুলিশ রাতে গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সুমন হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা