দেশে ফিরলেন মির্জা ফখরুল

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১০ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এসময় সাংবাদিকরা দেশের অবস্থা কেমন দেখছেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, দেশ ভালো আছে ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি পরে আপনাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ। এই বলে তিনি আর কোনো কথা বলেননি।
এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি/এমআর)

মন্তব্য করুন