হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনে স্বপ্ন জেগেছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৩:৫৮| আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৪:১২
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে মুক্ত বাংলাদেশে বসবাসের স্বপ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, একটি মুক্ত বাংলাদেশ যার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্ত বাংলাদেশে বসবাস করার আবার একটা স্বপ্ন আমাদের মনে জেগেছে। মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। মানুষের আকাঙ্ক্ষা জেগেছে।

শনিবার সকালে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি'র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ নিয়ে আমরা কোথায় যাব? এই বাংলাদেশের আগামীর যে যাত্রা সেখানে একটি জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের গন্তব্য দৃঢ় করতে হবে। সেই গন্তব্যস্থলটা কোথায়? সেই গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। এই ১৫-১৬ বছর ধরে বলে এসেছি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এখন সময় এসেছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার। অর্থাৎ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রধান যে কাজটা সেটা হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করার সার্বিক ব্যবস্থা করা। তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার গঠন করে জাতীয় সরকার গঠন করার।

তিনি বলেন, শেখ হাসিনার মতন একটা দানব কেন সৃষ্টি হয়েছিল? এই দানব সৃষ্টি হয়েছিল কারণ তার কখনো জনগণের ভোটের দরকার হয়নি। সে জনগণকে ভোট দিতে দেয়নি। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানবাধিকার কেড়ে নিয়েছে, আইনের শাসন কেরে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এখানে মূল বিষয়। একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক আর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই।

শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সেটাকে আমাদের সংস্কার করতে হবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা