ফরিদপুরে মোটর ওয়ার্কার্স ইউনিয়নের অর্থ আত্মসাৎ: সাবেক-বর্তমানসহ চার নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১২:১৬| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪
অ- অ+

ফরিদপুরে মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে থানায়। মামলায় ইউনিয়নের তৎকালীন সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাসির, ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি আবুল কালাম মাতব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানকে আসামি করা হয়েছে।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক তারা বাদী হয়ে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ২৮/৩৭৫।

জানা গেছে, ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য ভাঙ্গার হাশামদিয়া মৌজার ৪৭২ নং দাগের ভিটা ও দোকান শ্রেণির ১১ শতাংশ জমি এলএ কেস নং ১২/১৭-১৮ নং এর মাধ্যমে অধিগ্রহণ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই জমির ওপরে অবস্থিত অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ৯২ লাখ ৪৯ হাজার টাকার চেক প্রদান করা হয় ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের (১০৫৫) তৎকালীন সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাসির, ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি আবুল কালাম মাতব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের অনুকূলে।

মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা শাখার সোনালী ব্যাংক হিসাবে ওই চেক জমা করার পর ২০২১ সালের ১৯ জুলাই ওই ব্যাংক হিসাব থেকে দুটি চেকের মাধ্যমে ৮৭ লাখ টাকা উত্তোলন করেন উল্লেখিত আসামিরা।

মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) গঠনতন্ত্র মোতাবেক ব্যাংক হিসাব পরিচালনায় অবশ্যই কোষাধ্যক্ষ যুক্ত থাকবেন। তবে আসামিরা ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে কোষাধ্যক্ষকে বাদ দিয়েই ওই ব্যাংক হিসাবটি পরিচালনা করেন।

এর মধ্যে গোলাম নাসির শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি, জুবায়ের জাকির শ্রমিক লীগের সহসভাপতি, ফাইজুর রহমান ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং আবুল কালাম মাতব্বর আওয়ামী লীগ নেতা। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর তারাও আত্মগোপনে রয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান চার আসামির বিরুদ্ধে অধিগ্রহণকৃত জমির অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর কাছ থেকে লিখিত এজাহারপ্রাপ্ত হয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মামলার আসামিরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা