মিরসরাইয়ে শিবির উপশাখা সভাপতি বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিবিরের এক উপশাখা সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলীয় দায়িত্বশীল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত ওই শিবির সভাপতির নাম আব্দুল্লাহ আল নোমান (২৬)। তিনি মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দী ইউনিয়নের জোড়পুকুর শিবির উপশাখার সভাপতি। তার বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা, গ্রুপিং ও অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে।
মিরসরাই উপজেলা শিবির শাখার সভাপতি নোমান জানান, জোড়পুকুর শিবির উপশাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমানকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। যাতে সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রকার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে না পারে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ১৪ নম্বর হাইতকান্দী ইউনিয়নের শিবির ও জামায়াতের একটি অংশ দাবি করে বহিষ্কৃত আব্দুল্লাহ আল নোমান দলীয় অনুগত ও সাংগঠনিক দায়িত্বশীল একজন নেতা। তার বিরুদ্ধে একটি চক্র চক্রান্ত করে এসব করেছে।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন