সিরাজদিখানে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৩৯| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:০১
অ- অ+

খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ ও ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কুরাইশী।

সম্মেলনে সভাপতির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানীরা ইসলামের আকীদা বিশ্বাসের অপরিহার্য অনেক বিষয় অস্বীকার করে বরং তারা তাদের মনগড়া মতবাদকে ইসলাম বলে চালিয়ে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এ জাতীয় মহাসম্মেলন থেকে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, নবীর ইজ্জত রক্ষায় রক্ত লাগলে রক্ত দিব, মাল লাগলে মাল দিব। তবুও কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। জীবন দিতে হলে সর্বপ্রথম আমি দিব।

এ সময় উপস্থিত ছিলেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, ঢালকা নগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ, মুফতি নূর হোসেন নূরানী, মাওলানা নাজমুল হাসান, মুফতি মুহিউদ্দিন মাসুম, লালবাগ মাদরাসার মুফতি সাখাওয়াত হোসেন রাজি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা