গেন্ডারিয়ায় অটোরিকশা চালক হত্যা: আসামি জিন্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম, ফজলে রাব্বি ওরফে কালা (২৪)।

শনিবার দিনগত রাতে গেন্ডারিয়া কবর স্থানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে অটোরিকশা চালক জিন্নাহ পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতনামা দুজন যাত্রী নিয়ে গেন্ডারিয়ার আঞ্জুমান কবর স্থানের সামনে পোঁছালে পেছন থেকে দুজন যাত্রী পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা দুজন যাত্রী পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় জিন্নাহর ছেলে ইউসুফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পরবর্তীতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার রাত ৩টার দিকে গেন্ডারিয়ার কবরস্থান এলাকা থেকে ফজলে রাব্বি ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কালা জিন্নাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা