নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ২০:১৮
অ- অ+

সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট ও হাতিয়া উপজেলার কৃষকদের মাঝে শাক-সবজির বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে। বীজগুলোর মধ্যে ছিলো পালংশাক, লাল শাক, বরবটি, শিম ও মিষ্টি কুমড়া।

জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও আইএফএসডি ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ বীজ ও সার বিতরণ করা হয়।

সকালে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে সুবর্ণচর, হাতিয়ার হরণি ও চানন্দী এবং কবিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষকদের মাঝে ৫ প্রকার শাক-সবজি ও ১ কেজি করে জৈব সার বিতরণ করা হয়। বন্যা পরবর্তী এসময় শাক-সবজির বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কবিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামস্ এ আরেফিন, সদর উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোছা. লাইলা আফরোজ, হাতিয়া উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আনোয়ার হোসাইন সবুজ, আইএফএসডি ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, প্রোগ্রাম পরিচালক তানভীর ফাহাদ, সদস্য মেহেদী হাসান অপু।

প্রসঙ্গত, গত আগস্টের বন্যা এবং বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতায় নোয়াখালীর আটটি উপজেলায় ধান, শাক-সবজিসহ কৃষিতে প্রায় ৬৪৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা