সোহরাওয়ার্দীতে আজ ইসলামি মহাসম্মেলন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২৭| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩
অ- অ+
রবিবারের প্রেস বিফিং

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ইসলামি মহাসম্মেলন। এতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদি জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত রবিবার এক বিবৃতিতে জানানো হয়, ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বিনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সেই ঘোষণা অনুযায়ী এরইমধ্যে সম্মেলন স্থলে এসে জড়ো হয়েছেন লাখো আলেম-ওলামা ও তাওহিদি জনতা। মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার সড়কগুলোর পাশে অন্তত শতাধিক বাস পার্ক করে রাখতে দেখা গেছে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকেও আসছেন মানুষ।

সম্মেলনে যোগ দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা