মার্কিন নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প ম্যাসাচুসেটসে কমলা হ্যারিস জয়ী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১১
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশ হচ্ছে ধীরে ধীরে। সর্বশেষ আপডেট অনুযায়ী ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস জয় লাভ করেছেন। খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমগুলো বলছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসো এবং ওকলাহোমায় জয়ী হয়েছেন। এর আগে তাকে কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এখন পর্যন্ত ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাটে জয়ী হয়েছেন। এর আগে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী হন।

ভয়েস অব আমেরিকা বলছে, ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ১০১টি এবং হ্যারিস ৭১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ১৫৪টি এবং হ্যারিস ৩০টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা