যুক্তরাষ্ট্রে টানা চতুর্থবার সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

জ্যোতি, যুক্তরাষ্ট্র থেকে
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৭
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ এম. রহমান। বুধবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে ডেমোক্রেট দলের ব্যানারে বিপুল ভোটে জয়ী হয়েছেন কিশোরগঞ্জের এই সন্তান।

নির্বাচনে শেখ রহমান তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম, যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।

৬৩ বছর বয়সি শেখ রহমান কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। জন্ম বাজিতপুরে। ১৯৮১ সালে তিনি আমেরিকা যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো।

শেখ রহমানের ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। বর্তমানে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার শেখ রহমান সিনেটর নির্বাচিত হওয়ায় জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি এবং তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ আনন্দে ভাসছেন।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে শিগগিরই প্রজ্ঞাপন 
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা