১৫ বছর পর রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

দীর্ঘ ১৫ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের পরিচালক, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকরী সেক্রেটারি মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামছুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আবদুত তাওয়াব প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘৫ আগস্টের বিপ্লবের পর সংখ্যালঘুসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা এ দেশের সজাগ ছাত্র-জনতা নষ্ট করে দিয়েছে। এখন সংবিধান সংশোধনসহ বিভিন্ন অসংগতি সংশোধনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। শুধু তারাহুরা করে নির্বাচন করলে তা টেকসই হবে না।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল।’

জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে অ্যাডভোকেট নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৯ জন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলার জামায়াতের সেক্রেটারি নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে ৫৩৭ জন ভোটারসহ আমন্ত্রিত জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেদিন দূরে নয়, যখন আমরা দেশের সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারবো: এম সাখাওয়াত হোসেন
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা