শ্রমিক বিক্ষোভ: ৪৮ ঘণ্টা পরেও বন্ধ ঢাকা-ময়মনসিংহ সড়ক, চরম দুর্ভোগ 

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৩:৫৩
অ- অ+

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গত ৪৮ ঘণ্টা ধরে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর সদস্যরা দফায় দফায় শ্রমিকদের সাথে আলাপ করলেও শ্রমিকরা তাদের কথা প্রত্যাখ্যান করেছেন। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।

সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ি এলাকা ঘুরে মহাসড়কে তীব্র জনদুর্ভোগ দেখা গেছে।

আন্দোলনের জেরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোট ৪০ কিলোমিটার যানজট রয়েছে।

তবে ট্রাফিক পুলিশ জানান, ঢাকায় বাহির এবং প্রবেশের প্রধান অংশ বন্ধ থাকায় পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর থেকে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলরত পরিবহন চালক, যাত্রী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে শ্রমিক আন্দোলনের জেরে সড়কে এমন অস্থিরতা সৃষ্টির কারণে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কথা বললেও এখনো কোনো সুরাহা করতে পারেনি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, ‘শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। তারা এখনো শক্ত অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছে। গত দুই দিন ধরে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প সড়কে যানবাহন চলছে।

(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা