কলেজ ছাত্র ইমন হত্যা মামলা

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে নিল মির্জাপুর থানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৫২| আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলাকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় আনা হয়।

ইমন হত্যা মামলার প্রধান আসামি হিসেবে এই সাবেক খাদ্যমন্ত্রীকে মির্জাপুর থানায় রিমান্ডে আনা হয়েছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে একদল দষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় গোপালপুর এলাকার হিমনগর গ্রামের বাসিন্দা কলেজছাত্র ইমন সেখানে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইমন।

এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।

গত ১৪ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশ আব্দুর রাজ্জাককে ঢাকায় গ্রেপ্তার করে। ১১ নভেম্বর তাকে টাঙ্গাইলে মির্জাপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এসব তত্যের সদ্যধা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা