ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজন গ্রেপ্তার  

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৭:৩২
অ- অ+

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের অভিযানে এক বছর সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে গোপন খবরে নান্দাইলের পৌর ও শেরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুকন উদ্দিন মু্ন্সি (৪৮) ও মো. কাইয়ুম (২০)।

নান্দাইল মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার আজিজুল ইসলামের নির্দেশে এবং গৌরীপুর সার্কেল দেবাশীষের সার্বিক তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা এলাকায় বিভিন্ন অপরাধ নির্মূলে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে নান্দাইল থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ দুজনকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
বিচ্ছিন্নতায় নয়, জাতীয় সম্পৃক্ততায় বিশ্বাস করতে হবে পাহাড়িদের: কাদের গনি চৌধুরী
‘জনগণকে আন্তরিক পরিবেশে সঠিক তথ্য ও সেবা দিতে হবে’
শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা