আইপিএলের মেগা নিলাম আজ, কখন-কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০
অ- অ+

ক্রিকেটবিশ্বে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ক্রিকেট দুনিয়াই পাল্টে দিয়েছে আইপিএল। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা। ২০২৫ সালে বসতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর।

সেই আসরের আগে আজ থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। দু’দিনব্যাপি এই নিলামে তোলা হবে মোট ৫৭৭ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন। ক্রিকেট প্রেমীদের শুধু নিলাম শুরুর অপেক্ষা। এর আগে জেনে নেওয়া যাক দর্শকরা কখন-কিভাবে দেখবেন সেই মেগা নিলাম।

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হবে নিলাম। বাংলাদেশি ও ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে পুরো আয়োজন সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়াও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে অনলাইনেও মেগা নিলাম উপভোগ করতে পারবেন দর্শকরা।

নিলামে নাম তোলা ক্রিকেটারের সংখ্যা

এবারের মেগা নিলামে নাম উঠেছে মোট ৫৭৭ জন ক্রিকেটারের। এদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ৩৬৭, বিদেশি ২১০। ৫৭৭ জনের মধ্যে থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি ২১০ জনকে কিনবে। এরমধ্যে দেশি প্লেয়ার থাকতে হবে ১৪০ জন, বিদেশি ৭০।

নিলাম ডাকা হবে যেভাবে

নিলামের শুরুতে ডাকা হবে মার্কি খেলোয়াড়দের। দলগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের এই শ্রেণিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিলামে দুই সেটে থাকবেন মার্কি খেলোয়াড়রা, প্রতি সেটে ৬ জন করে। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার– এসব ক্যাটাগরিতে।

নিলামের তালিকায় থাকা আনক্যাপড (অনভিষিক্ত) খেলোয়াড়দেরও একইভাবে ক্যাটাগরির ভিত্তিতে ডাকা হবে। পরে ৫৭৭ জনের নিলাম শেষ হলে দলগুলো অবিক্রীত খেলোয়াড়দের মধ্য থেকে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটা তালিকা দেবে। সেই তালিকায় থাকা খেলোয়াড়দের আবার নিলামে তোলা হবে।

কোন দলের হাতে কত টাকা আছে

প্রতিটি দল সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি করে লগ্নি করতে পারবে। তবে মেগা নিলামে তাদের হাতে সেই পুরো অর্থ থাকছে না। কারণ ইতোমধ্যে রিটেনশনের মাধ্যমে ১০টি দল ৪৬ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। যার জন্য তারা খরচ করেছে ৫৫৮.৫ কোটি রুপি। ফলে বাকি থাকা অর্থই কেবল তারা নিলামে খরচ করার সুযোগ পাচ্ছে। রিটেনশনে সর্বনিম্ন দুজন ক্রিকেটারকে ধরে রাখা পাঞ্জাব কিংসের হাতেই স্বাভাবিকভাবে বেশি (১১০.৫ কোটি রুপি) টাকা রয়েছে।

এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮৩ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালসের ৭৩ কোটি, গুজরাট টাইটান্সের ৬৯ কোটি, লখনৌ সুপার জায়ান্টসের ৬৯ কোটি, চেন্নাই সুপার কিংসের ৫৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৫১ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্সের ৪৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদের ৪৫ এবং সবচেয়ে কম ৪১ কোটি রুপি রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে।

রাইট টু ম্যাচ সুবিধা

নিলামের আগে প্রতিটি দলকে সর্বোচ্চ ৬ জন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেয়া হয়, এর মধ্যে সর্বোচ্চ ৫ জন ক্যাপড, সর্বোচ্চ আনক্যাপডের সংখ্যা ২। যেসব দল এই কোটা পূরণ করেনি, তাদের জন্য নিলামে থাকবে রাইট টু ম্যাচ (আরটিএম) সুবিধা। এর মাধ্যমে আগের দামে নিলাম থেকে খেলোয়াড় কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে ওই প্লেয়ারকে গত মৌসুমেও ওই একই ক্লাবের হতে হবে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত
ভুঁড়ি কমানোর স্বাস্থ্যসম্মত সহজ উপায়
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা