আইনজীবী হত্যা: চট্টগ্রামে আজও কর্মবিরতিতে আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪
অ- অ+

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। এর ফলে চট্টগ্রাম আদালতে সবধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।

আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালতের এজলাসে কোনো মামলার শুনানি হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ মানুষ।

পূর্বনির্ধারিত আজকের দিনের যেসব মামলার শুনানির কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে নির্ধারিত করে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাদের দাবি, চট্টগ্রাম আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের মতো হত্যাকাণ্ড এই প্রথম। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে সব ধরনের কর্মসূচি স্থগিত রাখে জেলা আইনজীবী সমিতি।

তার আগে মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা।

গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন এই চিন্ময়। সেদিন রাতেই তাকে চট্টগ্রাম পাঠানো হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে তার জামিন শুনানি হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এরপর চিন্ময়কে কারাগারে নেওয়ার জন্য পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু তাকে নিতে বাধা দেয় তার অনুসারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তারই মাঝে আইনজীবী সাইফুলকে কুপিয়ে মারাত্মক আহত করে চিন্ময়ের অনুসারীরা।

ঘটনার পর দ্রুত সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে বাঁচানো যায়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন থেকেই এই হত্যা এবং বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। একইসঙ্গে ইসকনকে নিষিদ্ধের দাবিও উঠেছে দেশব্যাপী।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন রাত: জারা
আরও এক সপ্তাহ হাসপাতালে থাকবেন মির্জা ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯ 
মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা