ভৈরবে বাজারের ভেতর ঢুকে গেল ট্রাক, দুজন নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১১:৪৭| আপডেট : ২৩ মে ২০২৫, ১২:২৯
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাজারের ভেতরে ঢুকে গেছে একটি ট্রাক। এতে বাজার করতে আসা দুই ক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এসময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক সড়কের ভৈরবমুখী দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে বাজারের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে। এসময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে দৃষ্টি সরাতে পদত্যাগের নাটক করা হয়েছে: রাশেদ খাঁন 
বিজাতীয় সংস্কৃতিকে ছুড়ে ফেলে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে হবে: কাদের গনি চৌধুরী
রংপুরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা