কথা কাটাকাটির জেরে রংমিস্ত্রি শাহীন হত্যা: বিদেশি রিভলভার ও ১৭ রাউন্ড গুলিসহ শুটার মেহেদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১১:৫৩| আপডেট : ২৩ মে ২০২৫, ১৩:৩০
অ- অ+

সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার রাতে জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১ এর র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটেলিয়নটির অধিনায়ক লে. কর্নেল মাহবুব।

তিনি জানান, ভিকটিম মো. শাহিন (৩০) পেশায় একজন পেইন্টিং (রং) মিস্ত্রি। গত ১৯ মে রাতে শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তালবাগ সাকিনস্থ বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে ভিকটিম শাহীনের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামি মো. মেহেদী হাসান তার রিভলবার দিয়ে শাহিনের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহিন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের এ ঘটনার পর আসামি মো. মেহেদী হাসান পলাতক থাকেন। পরবর্তীতে র‍্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আসামিকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডা. জুবাইদা রহমান
যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা