বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সালেহউদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত রাজনীতিক ও বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৩৭ সালের ২ জুলাই গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জন্মগ্রহণ করা ব্যারিস্টার সালেহউদ্দিন ছিলেন এক সংগ্রামী, সৎ ও নির্ভীক রাজনীতিক। অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে কারাবন্দি হন মাত্র ১৩ বছর বয়সে।
বরিশালের বিএম ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাস করার পর তিনি লন্ডনের ইননার টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ সিভিল সার্ভিসে দায়িত্ব পালন করলেও রাজনীতিতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের লক্ষ্যে 'The Right of East Pakistan Defense Front' গঠন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গড়ে তোলেন। তার আহ্বানে ব্রিটিশ এমপি স্যার টমাস উইলিয়াম শেখ মুজিবুর রহমানের আইনি সহায়তার জন্য পূর্ব পাকিস্তানে আসেন।
১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-২ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে ফরিদপুরে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে যুদ্ধ সূচনার অন্যতম সংগঠক হন। যুদ্ধকালীন সরকারে তিনি রাজনৈতিক প্রশিক্ষক ও সংগঠকের ভূমিকা পালন করেন।
১৯৭২ সালে তিনি গণপরিষদের সদস্য হিসেবে বাংলাদেশের সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর প্রদান করেন। ১৯৭৩ সালে স্বাধীন প্রার্থীরূপে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপে যোগ দেন।
১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেন। প্রচারবিমুখ, সহজ-সরল জীবন যাপনকারী ব্যারিস্টার সালেহউদ্দিন ১৯৮৩ সালের ২৪ মে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জাস্টিস পার্টি আগামী ৩১ মে সকাল ১০ টায় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের জাতীয় কাউন্সিল-২০২৫-এ স্মরণসভা ও দোয়ার আয়োজন করেছে।
তার নামে প্রতিষ্ঠিত হয়েছে 'ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন টেকনিক্যাল কলেজ' এবং তার জীবন ও রাজনীতি নিয়ে প্রকাশিত হয়েছে গবেষণাগ্রন্থ "ব্যারিস্টার সালেহউদ্দিন: জীবন ও রাজনীতি"।
(ঢাকাটাইমস/২৩মে/এলএম/এমআর)

মন্তব্য করুন