মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত লাশ উদ্ধার

মাধবপুর  (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৩:৩৩
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আখাউড়া-সিলেট রেল লাইনের মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার হয়।

পথচারী স্থানীয় লোকজন পঁচা গন্ধের কারণ খোঁজতে গিয়ে লাশের সন্ধান পায়। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে।

জানা গেছে, গত ১৩ মে বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়া।

ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজার গিয়েছিল বাজার করতে। সে সময়ে একই এলাকার রুবেল নামে জনৈক ব্যক্তি ফারুকের মোবাইলে কল দিয়ে নিয়ে যায়।

এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ হয় এবং ফারুককে আর খোঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বদমেজাজি ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত আইজি ইকবাল বাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা