সরকারি অর্থে শেখ হাসিনাকে নিয়ে ‘হাসিনোমিক্স’ গবেষণা, বিপুল অর্থ লোপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪২
অ- অ+

সরকারি টাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গবেষণার নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।

‘হাসিনোমিক্স’ শিরোনামে প্রবাসী একজন শিক্ষার্থীকে দিয়ে ওই গবেষণায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি টাকা। যার পেছন থেকে কলকাঠি নাড়েন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

সোমবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট করেন।

জানা গেছে, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ওলোর বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ ইমাম হোসাইন ২০২১ সালে তার মাস্টার্সের থিসিস হিসেবে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যার শিরোনাম ছিল ‘হাসিনোমিক্স’।

হাসিনোমিক্স শব্দটি ‘হাসিনা ও ইকোনোমিক্স’ শব্দযুগলের সমন্বয়ে গঠিত। ২০২২ সালের মার্চে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারেও তিনি ওই গবেষণা প্রবন্ধ তুলে ধরেন। সেদিন তিনি বলেন, হাসিনোমিক্স শেখ হাসিনার অর্থনৈতিক দর্শন। অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংবাদিক সুভাষ সিংহ রায়, ৭১ টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সাংবাদিক নির্ঝর তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কেউ কি জানেন হাসিনোমিক্স কি? শেখ হাসিনার ইকোনোমিক্সকে বলা হয় হাসিনোমিক্স। হাসিনার ইকোনোমিক্স নিয়ে গবেষণার জন্য সরকারের কয়েক কোটি টাকা লোপাট করা হয়েছে। কীভাবে হয়েছে, চলুন জেনে নেই!”

সাংবাদিক নির্ঝর লিখেছেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর পরিচালনায় ফ্যাসিবাদী শেখ হাসিনার জীবনী নিয়ে পিএইচডি গবেষণা করতে ইমাম হাসান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছিলেন ৫ কোটি টাকা। পিএইচডি টপিক ‘হাসিনোমিক্স’।”

তিনি আরও লেখেন, “সরকারি টাকায় এ গবেষণা করতে গিয়েছিলেন ফিনল্যান্ড। হাসিনা সরকারকে সাতপাঁচ বুঝিয়ে পরিবারসহ ভ্রমণ করেছেন বিশ্বের ব্যয়বহুল কিছু দেশ। ফ্যাসিবাদ সরকারের দোসর কলিমুল্লাহর এমন ধান্দাবাজি প্রজেক্টে শামিল হয়ে সরকারি টাকায় আয়েশি জীবন পেয়েছেন আরও অনেকে। নতুন নতুন ধান্দাবাজি প্রজেক্টের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া কলিমুল্লাহর বাঁ হাতের খেলা।”

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি
বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি
অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা