যে কারণে ‘মেসি’ লেখা বুট পরে খেলবেন ১০ ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমসৃ
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০১
অ- অ+

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের বাঁ পায়ের জাদুতে বিশ্বকে মাতিয়ে রাখছেন লিওনেল মেসি। মেসিকে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ভক্তদের। এমনকি মেসি যে বুট পরে খেলেন সেটি নিয়েও আলোচনা চলে। মেসি যে বুট জোড়া পরে খেলেন, সেই বুটে মেসির নাম লেখা আছে। অ্যাডিডাস বিশেষ এই বুট তৈরি করেন শুধুই মেসির জন্য।

তবে গতকাল বার্সেলোনা-পালমাসের মধ্যকার ম্যাচে দেখা গেছে ভিন্ন এক চিত্র। চোট কাটিয়ে তখন বেঞ্চে বসে ছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু তার পায়ে যে বুট ছিল, সেই বুটে লেখা ছিল মেসির নাম!

শুধু লামিনে ইয়ামালই নন, মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরও ৯জন ফুটবলার! কিন্তু মেসির নাম লেখা বুট ১০ জন ফুটবলার কেন পরবেন? এর পেছনে রয়েছে অন্য একটি কারণ।

অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০জন ফুটবলার। এর আগে ১০/১০ অর্থাৎ অক্টোবরের ১০ তারিখে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস। ‘মেসি+১০’ও সেই উদ্যোগেরই অংশ।

বিশেষ এই বুট পরে নারী-পুরুষ মিলিয়ে যে দশ ফুটবলার খেলবেন, সেই দশ জনকে মেসি নিজেই বাছাই করেছেন। ইয়ামাল ছাড়া বাকিরা হলেনে- ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির। এই উদ্যোগ নিয়ে এর আগে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াত আমিরের
ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব: কারা অধিদপ্তর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা