আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
রবিবার রাতে রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় আমিনুল হকের নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি দৈনিক ইনকিলাবের মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টেলিভিশনের আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ টিভি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠের স্বপন রানা, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময়ের এইচ এম মাহ্মুদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের চপল সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রূপালী বাংলাদেশের তরিক শিবলী, প্রচার ও প্রকাশনা দৈনিক আমার বাংলার আলি হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের অগ্রবানীর হুমায়ুন কবির, কার্যকরী সদস্য ঢাকা টাইমসের তানভীর রুবেল উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক মানব কণ্ঠের রাসেল খান, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আশরাফ হোসেন ডালি,দৈনিক খোলা কাগজের জাবেদ আলম মামুন প্রমুখ ।
আমিনুল হক কমিটির সকলে বলেন, আপনার আমাদের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য তুলে ধরবেন। বর্তমানে আমাদের ক্লান্তিকাল যাচ্ছে। এসময় আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি। বর্তমানে দেশের বিষয় নিয়ে অনেক মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনারাই জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারেন।
তিনি আরও বলেন, আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি কেউ কোনো অন্যায় করে পার পাবে না এবং আমাকে দিয়ে কেউ অন্যায় কাজ করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। এসময় তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমারও কিছু ভুল হতে পারে আপনারা আমাকে বলবেন। আমি আপনাদের সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই।
এসময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে বলেন, বিগত সময় সঠিক সংবাদ পরিবেশন করেও অনেক গণমাধ্যম কর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমরা চাই পূর্বের এসব ঘটনা যেন বর্তমানে পুনরাবৃত্তি না ঘটে।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/কেএ)
মন্তব্য করুন