বগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি, মামলার নির্দেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
অ- অ+

বগুড়ায় ‘ফেয়ার ল্যাবরেটরি ইউনানি’ নামের এক ওষুধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫টির বেশি ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তিনমাথা এলাকার এই প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার পর এখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, ‘ফেয়ার ল্যাবরেটরি ইউনানি অনুমোদনহীন ওষুধ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রং মেশানো, সকল সিরাপ এবং ওষুধে নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ অনেক অপরাধে জড়িত।’

তিনি আরও জানান, ‘পরে ওই প্রতিষ্ঠানের রং ও স্যাকারিন মেশানো ওষুধগুলো ধ্বংস করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ঔষধ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্টের নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ ফেব্রুয়ারিতে
রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির
‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে এবার নেইমারকে জবাব দিলেন এমবাপ্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা