বিসিবির সিদ্ধান্তে ফাইনালে উঠেও রংপুরের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮
অ- অ+

চলমান গ্লোবাল সুপার লিগের সেমিফাইনালে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। বাংলাদেশ সময় শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টায় ভিক্টোরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

তবে এরই মধ্যে রংপুরের ফাইনাল খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একেতো ইনজুরির সমস্যা আগে থেকেই ছিল দলটিতে। নতুন করে যুক্ত হয়েছে আরও এক সমস্যা।

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রংপুর শিবিরে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে বলায় বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। তার আগের দিন গায়ানাতে অনুষ্ঠিত হবে সুপার লিগের ফাইনাল। সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে ফাইনালের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সুপার লিগের ফাইনাল আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায়। পরের দিন তথা ৮ ডিসেম্বর রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। গায়ানা থেকে বাংলাদেশের প্রথম ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসের দূরত্ব প্রায় ১৪৫০ কি.মি.।

এখন বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ছাড় না দিলে ফাইনালে ওই তিন ক্রিকেটারকে পাবে না রংপুর। এমনকী একাদশ সাজানো নিয়েও বিপাকে পড়বে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বিসিবির সঙ্গে এ ব্যাপারে তাদের আলোচনা চলছে বলেও শোনা যাচ্ছে।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা