শরীয়তপুরে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে শিবিরের মতবিনিময় 

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯
অ- অ+

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর সদরের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান এ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি, রাশেদ খান মেনন, সেক্রেটারি জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার,

ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জীবন আহমেদ নানটু এবং সেক্রেটারি রাজামাল, খেলাফত মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন সোভন প্রমুখ।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা কোনো মিছিল, মিটিং করতে পারিনি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারিনি। এখন আমাদের সময় এসেছে, আমরা সবাই একসাথে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো।’ ছাত্রশিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামী দিনে দেশ গড়ার জন্যও আমরা এভাবেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।’

ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কামরুজ্জামান বলেন, ‘নিজেদের ভেতরে ঐক্য তৈরির জন্য সংঘবদ্ধভাবে থাকা, মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সকল ছাত্র প্রতিনিধি মিলে পতিত হাসিনার কর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাপ্রধানের বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা
অপ্রত্যাশিত বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা