ওয়ানডে সিরিজ হবে চ্যালেঞ্জিং মনে করছেন ক্যাপ্টেন মিরাজ

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
অ- অ+
ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলে না থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজকে বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

রবিবার (৮ ডিসেম্বর) বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় মিরাজ বলেন, "এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা বেশিরভাগ ম্যাচ এবং সিরিজ জিতেছি। ২০১৮ সালে এই মাঠেই শেষ ম্যাচ খেলেছিলাম এবং জয় পেয়েছিলাম। ওই ম্যাচে আমরা ৩০০ এর বেশি রান করেছিলাম এবং সিরিজও জিতেছিলাম। এমনকি ২০২২ সালেও ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছিলাম।"

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে ম্যাচে অপরাজিত থাকলেও এবারের সিরিজ নিয়ে শঙ্কা রয়েছে মিরাজের। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরির কারণে সিরিজ জেতা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তিনি।

মিরাজ আরও বলেন, "আমার মতে, এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ দলে অনেক খেলোয়াড় নেই। তবে যারা সুযোগ পাবে, তারা যদি এই সিরিজটিকে স্মরণীয় করে রাখতে পারে, সেটাই হবে বড় পাওয়া।"

তিনি দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও কথা বলেন। "প্রত্যেক খেলোয়াড়ের ভালো খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য থাকবে সতীর্থদের সমর্থন করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সেরা পারফরম্যান্স বের করে আনা। আমার নিজেরও সেরা পারফর্ম করার চেষ্টা থাকবে। সবমিলিয়ে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে চাই।"

ব্যাটিং নিয়ে মিরাজের পরিকল্পনা আরও স্পষ্ট। তিনি বলেন, "ব্যাটারদের রান করা এবং বড় ইনিংস খেলা অত্যন্ত জরুরি। রান থাকলে বোলারদের কাজ অনেক সহজ হয়ে যায়। উইকেট খুব ভালো মনে হয়েছে, তাই সেই অনুযায়ী পরিকল্পনা করে খেলব। আমাদের লক্ষ্য হবে দলকে সর্বোচ্চ সুবিধা দেওয়া।"

উল্লেখ্য, আজ রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা