চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর-বাহালাবাড়ী নামক স্থানে ও গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার ধোবরা গ্রামের মিজানুর রহমান, ছেলে সাগর আলী।

শিবগঞ্জ থানার এসআই এসলাম আলী জানান, একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান ঘটনাস্থলে মারা যান এবং সাগর আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বিকাল সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুল তলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাবর আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নিহত বাবর আলী গোমস্তাপুর উপজেলার নাজিরপুর পাথরপুজা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

(ঢাকা টাইমস/০৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিন বন্ধের পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু 
কারাগার ছাদে বসছে সোলার প্যানেল, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণের প্রত্যাশা
দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন বিস্তৃত করার নির্দেশ ইশরাকের, চলছে বিজয় মিছিলের প্রস্তুতি
ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? তার বক্তব্য দুরভিসন্ধিমূলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা