সিরিজ বাঁচানোর লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১০১ রানে জিতে জয়ের ধারায় ফিরে বাংলাদেশ ক্রিকেট দল। লাল বলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নেমেই চমক দেখায় বাংলাদেশ। আগে ব্যাট করে ২৯৪ রানের সংগ্রহ নিয়েও ক্যারিবীয়দের কাছে হারে টাইগাররা।
প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্য নিয়েই দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৪ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি তারা। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে তারা। তবে মঙ্গলবার হেরে গেলে সেই মাইলফলক হাতছাড়া হয়ে যাবে মিরাজদের।
যদিও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ আশাবাদী। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয়ের আত্মবিশ্বাস তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘অনেক কিছুই শিখতে পারি আমরা। প্রথম ম্যাচে বেশ কিছু ভুল করেছি। পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে। এখনও দুই ম্যাচ বাকি আছে। জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। এখনও মনে করি, আমাদের ভালো সুযোগ আছে।’
যে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল, সেটা অনেকটাই কেটে গেছে! প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছে টিম বাংলাদেশ। যদিও মাঝের ওভারগুলোতে বোলাররা কিছুটা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যার খেসারত দিতে হয়েছে দলকে হেরে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে মিরাজ সামনে তাকিয়ে, ‘আমরা ভালো ব্যাটিং করেছি এবং ভালো সংগ্রহ পেয়েছিলাম। আমাদের বোলাররাও ভালো শুরু করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে ভালো বোলিং হয়নি। তারা জুটি গড়ায় আমরা উইকেট পাইনি। মাঝের ওভারে জুটি আমাদের হারের মুখে ছিটকে দেয়।’
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসা নিশ্চিত। তিন পেসার তাসকিন, তানজিম সাকিব ও নাহিদ রানা তিনজনই ডানহাতি। একই ধরণের গতিকে প্রাধান্য দিয়ে বল করে। তাই বৈচিত্র আনতে হাসান মাহমুদ ও শরিফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের জয় ২২টিতে ও বাংলাদেশের জয় ২১টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন