টাইগার বোলিং তোপে ৩৮ রানেই ৫ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩
অ- অ+

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলারদের বোলিং তোপে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে নামেন জনসন চার্লস ও ব্র্যান্ডন কিং। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই এই জুটিকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ব্র্যান্ডন কিং। তার বিদায়ে ১ রানেই প্রতম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তাসকিনের পর ক্যারিবীয়ান শিবিরে বোলিং তাণ্ডব চালান শেখ মেহেদী হাসান। তার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরে যান নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার ও রোস্টন চেস। জনসন চার্লসছাড়া এই চার ব্যাটারের কেউই পেরোতে পরেননি প্রথম অঙ্কের ঘর। এই চার ব্যাটারের দ্রুত বিদায়ে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। যার ফলে ৯৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেটে এই জুটির ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা