জাকেরের অর্ধশতকে বড় সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪
অ- অ+

ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিংটা ভালো ছিল না বাংলাদেশের। যার পলে দেড়শর আগেই গুটিয়ে যায় তারা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে জাকের আলী অনিকের অর্ধশতকে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা ভালোই করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে তুলে নেয় ৪৪ রান। তবে এরপরেই খেই হারাতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক টাইগার ব্যাটার ফিরে যেতে থাকেন সাজঘরে। তাদের দ্রুত বিদায়ে ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই দলের হাল ধরেন জাকের আলী অনিক। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জাকের ৪১ বলে ৭২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম চার ওভারেই তারা তুলে নেন ৪০ রান। তবে এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। ১৩ বলে ১৪ রান করা লিটন দাস রোমারিও শেফার্ডের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৪৪ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি।

লিটনের পর সাজঘরে ফিরে যান দুর্দান্ত খেলতে থাকা পারভেজ হোসেন। আলজারি জোসেফের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেন ২১ বলে ৩৯ রান। তার বিদায়ে ৫৪ রানে ২ উইকেট হারায় টাইগাররা।

৫৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুড়াকেশ মোতি। গুড়াকেশ মোতির বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ৯ বলে ৯ রান করা তানজিদ হাসান। তার বিদায়ে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তাসজিদ হাসানের বিদায়ের পর জাকের আলীকে নিয়ে জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ১২ ওভারে ২ বলেই দলীয শতক পূর্ণ করে বাংলাদেশ।

তবে এর পরেই ঘটে ছন্দপতন। ২৩ বলে ২৯ রান করা মেহেদী হাসান মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ তুলে দিয়ে পথ ধরেন প্যাভিলিয়নের। তার বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটি।

মিরাজের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। এই দুই ব্যাটােই রান আউটরে শিকার হয়ে ফিরে যান সাজঘরে। শামীশ পাটোয়ারী ২ রান ও মেহেদী হাসান শূন্য রান করে করে পথ ধরেন প্যাভিলিয়নের। তাদের দ্রুত বিদায়ে ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপরেই দলের হার ধরেন জাকের আলী অনিক। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি অর্ধশতক। ৩ চার ও ৬ ছক্কায় ৪১ বলে করেছেন অপরাজিত ৭২ রান। জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা