এনসিএল: ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩
অ- অ+

একেই হয়তো বলে মন্দ ভাগ্য। চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে ৭ ম্যাচের সবগুলো জিতে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো। তবে উড়তে থাকা ঢাকাকে মাটিতে নামালো রংপুর। লিগ পর্বে অপরাজিত থাকা ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর।

সিলেটে শনিবার (২১ ডিসেম্বর) প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে ঢাকা মেট্রো। এ জয়ে ফাইনাল নিশ্চিত করলো রংপুর। অন্যদিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার মোকাবিলা করতে হবে ঢাকা মেট্রোকে।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা। তবে রংপুরের বোলিং তোপে লড়াইয়ের পুঁজি তুলতে ব্যর্থ হয় নাঈম শেখের দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে ধীরস্থির ব্যাটিংয়ে ৪২ বল মোকাবিলায় ৪ চারের মারে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানুজ্জামান।

ব্যাটারদের ব্যর্থতার দিনে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। শেষদিকে ২ ছক্কায় ৮ বলে ১৬ রানের মারকুটে ইনিংসে দলের সংগ্রহ কোনোরকম শতরান পার করে দেন পেসার আবু হায়দার রনি।

১৯ রান খরচায় রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রবিউল হক। ২৫ রান খরচায় ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।

রান তাড়ায় নেমে অবশ্য বেশ ভুগতে হয়েছে রংপুরকেও। ১০৮ রান তুলতে ঘাম ঝরাতে হয় তাদের। জয় পেতে ৬ উইকেট হারিয়ে ১৯.২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটির। রংপুরের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন তানবির হায়দার ও আরিফুল হক। বল হাতে ঢাকা মেট্রোর হয়ে ২৫ রান খরচায় ২ উইকেট নেন শহিদুল ইসলাম।

আগামী ২৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে প্রথমবার আয়োজিত এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। আপাতত সেখানে জায়গা নিশ্চিত করলো রংপুর। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ও ঢাকা মেট্রোর মধ্যকার জয়ীরা দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পা রাখবে।

(ঢাকাটাইমস/২১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে শপথ না করাতে রিটের আদেশ বৃহস্পতিবার
শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেল: শ্রম উপদেষ্টা সাখাওয়াত
আলভী হত্যা: রেস্তোরাঁয় বসা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা
মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা