এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঠিক আগে আগে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিদেশি তারকা তো দূরের কথা জাতীয় দলের অনেকেই খেলছেন না। নানা নাটকীয়তা শেষে ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা না হওয়ায় অর্থের ছড়াছড়ি নেই এনসিএল টি-টোয়েন্টিতে। তবে বেশ কয়েকটি পুরস্কার থাকছে। রোববার (২২ ডিসেম্বর) প্রাইজমানি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। আর রানার্সআপ দল ১০ লাখ টাকা পাবে। আসরের সেরা নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া একরকম নিশ্চিত ঢাকার অধিনায়ক নাঈমের। ৯ ম্যাচে ১৩৬.৮০ স্ট্রাইক রেটে ৩১৬ রান করে শীর্ষে আছেন তিনি। সাত ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রানে দুইয়ে আছেন জিশান আলম ও তিনে থাকা নুরুল হাসান সোহান ৮ ম্যাচে ১২৬.০৭ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন।
সর্বোচ্চ উইকেটশিকারির স্থান দখলের লড়াই অবশ্য জমজমাট। ৮ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে আছেন এক নম্বরে চট্টগ্রাম বিভাগের আহমেদ শরিফ। তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রংপুরের আলাউদ্দিন বাবু (আট ম্যাচে ৫.৭৪ ইকোনমিতে ১৬ উইকেট)। এরপর আছেন মেট্রোর রকিবুল হাসান (নয় ম্যাচে ৫.৯৭ ইকোনমিতে ১৪ উইকেট)।
(ঢাকাটাইমস/২৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন