৫৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩২
অ- অ+

রাজধানীর কদমতলী থেকে ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. ইব্রাহীম (৪৪) ও মো. নুর কামাল।

শুক্রবার দুপুরে কদমতলী থানাধীন কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কদমতলী থানা এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পূর্বের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিমটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারটিকে আটক করা হয়। গাড়িটির চালকের আসনে ছিল মো. ইব্রাহীম এবং যাত্রীর আসনে ছিল মো. নুর কামাল। এসময় গাড়িটি তল্লাশি করে তাদের হেফাজত হতে মোট ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা