মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৫, বাল্কহেড-ড্রেজারসহ জব্দ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি বাল্কহেড ও একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকাল ৫ টা হতে রাত ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন গজারিয়া ও বিসিজি স্টেশন পাগলা কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন গুয়াগাছিয়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি বাল্কহেড এবং ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড, ড্রেজার এবং আটককৃতদের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফের উপস্থিতিতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন