হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর আসবে না, আপনারা তো নস্যি: বাবুল

অন্তবর্তী সরকারকে ইঙ্গিত করে জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘এক শ্রেণির নেতা গজাইছে, তারা বলছে ভোটের জন্য নাকি আন্দোলন করে নাই। ভোট ছাড়া তারা হাসিনার গল্প শুরু করেছেন।’
তার হুঁশিয়ারি, ‘এসব টালবাহানা চলবে না। অবিলম্বে মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল, তা ফিরিয়ে দিতে হবে। হাসিনার চেয়ে বড় স্বৈরাচার বাংলার মাটিতে আর কখনো আসবে না, সেখানে আপনারা তো নস্যি। অতএব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হল রুলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবুল।
তিনি আরও বলেন, ‘আমরা চাঁপাবাজদের দল করি না। বেগম খালেদা জিয়ার দল করি। সরকারে যারা আছেন, হাসিনার দল করার চেষ্টা কইরেন না। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেন। ছাত্রদল তথা জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নামানোর চেষ্টা কইরেন না। আবার যদি রাজপথে নামতে হয়, আবার যদি জীবন দিতে হয়, আপনাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে।’
নগরকান্দা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মাসুম মুন্সীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুজ্জামান অনু, সাবেক উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড, লিয়াকত হোসেন ভুলু প্রমুখ।
(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজে)

মন্তব্য করুন