রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১১
অ- অ+

রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভীর হত্যা মামলার প্রধান আসামি সবুজ বেপারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর পদ্মার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ বেপারীর ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় সবুজের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে চরভদ্রাসন থানার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তানভীর হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

গত ১২ নভেম্বর তারিখে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে কলেজছাত্র তানভীন শেখকে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের মামা আলম শেখ বাদী হয়ে সবুজ বেপারীকে প্রধান আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। তানভীর একই গ্রামের বাবর আলী শেখের ছেলে ও রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা