সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪ জন একই পরিবারের

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪ জন একই পরিবারের। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে।
নিহতরা হলেন— উপজেলার স্থানীয় ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫) ও তার শ্যালিকা সীমা আক্তার (৪০)।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ফারুক হোসেনের ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ শারীরিকভাবে অসুস্থ ছিল। শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকায় প্রতিমাসে ঢাকায় গিয়ে রক্ত দিতে হতো। সেই মোতাবেক ঘাটাইল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার পরিবার বাবা-মা, ছেলে ও শ্যালিকাকে নিয়ে বুধবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে সাভার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এসময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আরো সাতজন আহত হন।
এদিকে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে চলছে শোকের মাতম।
(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন