খুলনার বিপক্ষে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:০০
অ- অ+

খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্লের দারুণ ব্যাটিংয়ের পর আকবর আলীর শেষের ক্যামিওতে ১৭৮ রানের পুঁজি পেয়েছে দুর্বার রাজশাহী। । ২৯ বলে বার্ল ৪৮, ২৫ বলে ইয়াসির ৪১ ও ৯ বলে আকবর ২১ রান করেছেন।

রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ওপেনার। অবশেষে এই জুটিকে থামিয়ে খুলনাকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ২০ বলে ২৭ রান করা মোহাম্মদ হারিস। তার বিদায়ে ৪৪ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী।

মোহাম্মদ হারিসের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়, এস এম মেহেরব ও জিশান আলম। এনামুল হক বিজয় ৮ বলে ৭, ৭ বলে ৫ ও জিশান আলম ২২ বলে ২৩ রান করে ফিরে যান সাজঘরে। এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে রাজশাহী।

৬৭ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন ইয়াসির আলী ও রায়ান বার্ল। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে এনামুল হক বিজয়ের দল।

তবে দলীয় ১৫৫ রানে ইয়াসির আলীর বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি। ২৫ বলে ৪১ রান করে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ইয়াসির আলী। মাত্র ৯ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি।

ইয়াসির আলীর বিদায়ের পর ক্রিজে আসেন আকবর আলী শেষদিকে আকবর আলী ৩ চার ও এক ছয়ে খেলেন ৯ বলে ২১ রানের ক্যামিও। তার এই ক্যামিওতে ভর করে নিধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে রাজশাহী।

খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নেন নাসুম আহমেদ। মোহাম্মদ নেওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার রনির শিকার ১টি করে।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা