ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
অ- অ+

ক্রীড়াঙ্গনের মাধ্যমে বিএনপি মাদকমুক্ত সুস্থ একটি জাতি তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকার কারণে বাংলাদেশের যুবসমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে সেই যুবসমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমরা মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে পারব।

শুক্রবার বিকালে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেন।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ। গত ১৭ বছরে আমরা দেখেছি আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সবদিক দিয়ে এমনভাবে দলীয় ও রাজনীতি করণ করেছে যে, এরফলে দেশের ফুটবল ক্রিকেট হকিসহ সব ইভেন্ট দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যাকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে।

সাবেক সাফজয়ী এ ফুটবলার বলেন, সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাভেদ পারভেজ চৌধুরী।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী,মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা, রেজাউর রহমান ফাহিম, জিয়াউর রহমান জিয়া, আশরাফুজাহান জাহান, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তরের আহবায়ক কাজী শাহআলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, জাসাস ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক লাইলী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পল্লবী থানা ও দক্ষিণখান থানার মধ্যে গোল শূন্য ড্র হয়।

‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ ঢাকা মহানগর উত্তর এর ২৬টি থানাকে ৮টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার পরে ২টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ঢাকার মাঠে প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিথি পাখিতে মুখরিত মানিকগঞ্জের গোপীনাথপুর বিল
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সরকার
তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা
শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: জামায়াত আমীর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা