বড় জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪০
অ- অ+

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে বড় ব্যবধানে হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।

শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৪০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে করে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে দু’দল।

২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। ষষ্ঠ এবং সপ্তম উইকেটে মিচেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনারকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন মার্ক চ্যাপম্যান। তবে এই দুই জুটি মিলিয়ে মোট রান আসে ৫৬।

৭৭ রানে ৭ উইকেট হারানোর পর জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায় কিউইদের। তবুও চেষ্টা অব্যাহত রাখেন চ্যাপম্যান। অষ্টম উইকেটে নাথান স্মিথকে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। এহসান মালিঙ্গার শিকার হয়ে স্মিথ ফিরলে দ্রুতই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ওয়ান ডাউনে নামা ব্যাটিং করেছেন একদম শেষ পর্যন্ত। ৮১ বলে ৮১ রানের লড়াকু ইনিংস খেলে শেষ উইকেট হিসেবে আউট হন তিনি।

শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এহসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো এবং মহেশ থিকশানা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ উইকেটে ২৯০ রান তোলে শ্রীলঙ্কা। ৪২ বলে সর্বোচ্চ ৬৬ রান করেছেন পাথুম নিসাঙ্কা। ৫টি ছক্কা ও ৬টি চার মেরেছেন এই ওপেনার। এ ছাড়া ফিফটি পেয়েছেন কুশল মেন্ডিস (৪৮ বলে ৫৪) ও জানিথ লিয়ানাগে (৫২ বলে ৫৩)। ৪ রানের জন্য ফিফটি পাননি কামিন্দু মেন্ডিস।

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৫৫ রানে নিয়েছেন ৪ উইকেট। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজসেরাও তিনি।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা