কুমিল্লা সীমান্তে বেড়া তুলছে বিএসএফ, বিজিবির টহল জোরদার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
অ- অ+

কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে একটি পুকুর পাড়ে এই বেড়া তুলেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক-তৃতীয়াংশ ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

সোমবার দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। তবে এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভেতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় অপরাধ হলেও ভারতীয়রা ২০-৩০ গজ ভেতরে বেড়া নির্মাণ করছে। তবে বিজিবির দাবি ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

এছাড়াও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরো বলেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।

শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা আগে শুনতাম দেড়শ গজের ভেতরে কোনো তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই তাঁরকাটা বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাঁক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়। সীমান্ত থেকে না চলে গেলে তারা আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। কোনো পাবলিক ওইখানে গেলে তারা বলে যাও আউট, নইলে গুলি করবো।’

আরেকজন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আমরা এলাকাবাসী অনেক সময় দেখতে যাই যে, কোথায় বেড়া দিচ্ছে তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসী বিপদে পড়বো কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।’

এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘আমরা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিইনি৷ তবে দ্রুতই সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবো।’

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে অপহৃত ৫ কাঠুরিয়া মুক্তিপণে ফেরত
একঝাঁক উদ্যমী তরুণদের ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ 
আ.লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ
শ্যালিকা পপিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ওমর সানী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা