ডিজিএফআইয়ের সাবেক প্রধানকে আটকের গুঞ্জন

সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমকে আটকের গুঞ্জন শোনা যাচ্ছে। রবিবার সন্ধ্যায় সাইফুল আলমকে তার বাসা থেকে আটক করা হয় বলে জানা গেছে।
প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার তার নিজের ফেসবুক পোস্টে এমন তথ্য জানান।
কনক তার পোস্টে লিখেছেন, ডিজিএফআই-এর একটি দল সাইফুল আলমকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। হাসিনার গুম-খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রেরও গুরুতর অভিযোগ রয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।’
গত ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, ‘লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।’
দেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন।
এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন