দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এলেন কামিন্স 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
অ- অ+

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের ১১তম আসর এবার শুরু হবে চট্টগ্রামে।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে বোলিং বিভাগের শক্তি বাড়াতে এবার বিদেশি এক ক্রিকেটারকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। প্রচলিত নামটা অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আছে গত দুদিন ধরেই। কামিন্স আসছেন রাজশাহীতে। তবে প্যাট কামিন্স না, এসেছেন মিগুয়েল কামিন্স!

কে এই মিগুয়েল কামিন্স, সেই পরিচয় পেতে চাইলে যেতে হবে অনেকটা দিন আগে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে।

সবশেষ খেলেছেন ভাইটালিটি ব্লাস্টে। অভিজ্ঞতা আছে সিপিএলে খেলার। তবে কোনো জায়গাতেই খুব একটা স্থায়ী ছাপ রাখতে পারেননি এই পেসার। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফেলা দুর্বার রাজশাহীর পরের ৪ ম্যাচ চট্টগ্রামের মাঠে। এখন পর্যন্ত ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কিছুটা বিপাকেই আছে আনামুল হক বিজয়ের দল। নতুনভাবে দলে আসা মিগুয়েল কামিন্স এই দলের চিত্র কতটা বদলাতে পারেন, সেটাই এখন দেখবার বিষয়।

যদিও বিদেশি ক্রিকেটারদের নিয়ে খানিক হতাশাই আছে দুর্বার রাজশাহীর ভক্তদের মাঝে। রাজশাহীর পাকিস্তানি তারকা সাদ নাসিম শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালে। ওপেনার মোহাম্মদ হারিসও খুঁজছেন জাতীয় দলের দরজা। এমন অবস্থায় মিগুয়েল কামিন্সের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়ে খানিক অসন্তোষই যেন বাড়ালো দলটি।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা